জাফর ইকবালের জন্য ৮ ব্যাগ রক্ত সংগ্রহ

ড. মুহম্মদ জাফর ইকবাল।

জাফর ইকবালের জন্য ৮ ব্যাগ রক্ত সংগ্রহ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের জন্য ইতোমধ্যে ৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। আরও ১৫ জন শিক্ষার্থী রক্ত দেয়ার জন্য হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের সামনে অপেক্ষা করছেন।

রক্ত পরিসঞ্চালন বিভাগের অফিস সহকারী নাজিমুদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টিএমই বিভাগের ২০১০ ব্যাচের ছাত্র রক্তদাতা মুরশালিন পলাশ বলেন, ইতোমধ্যে ৮ ব্যাগ রক্ত প্রস্তুত রাখা হয়েছে।

আরও ১৫ জন্য প্রস্তুত আছেন রক্ত দেয়ার জন্য।

শাবির হ্যান্ডবল গ্রাউন্ডের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর ইকবাল। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সঙ্গে জাফর ইকবালও উপভোগ করছিলেন। এ সময় হঠাৎ এক অজ্ঞাত যুবক জাফর ইকবালকে পেছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত করে।

দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় ছুরিকাঘাতকারী অজ্ঞাত ওই যুবককে ধরে ব্যাপক মারধর করে শাবি শিক্ষার্থীরা।

সম্পর্কিত খবর