খুলনায় হত্যা মামলায় তিনজনের ফাঁসি

খুলনায় হত্যা মামলায় তিনজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বটিয়াঘাটায় ভ্যানচালক রাশেদুল ইসলাম হত্যা মামলার রায়ে ৩ আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

একই সাথে হত্যার পর লাশ গুম করার অপরাধে প্রত্যেককে আরও সাত বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক এ তথ্য জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে- মো. রবিউল ইসলাম, বনি আমিন শেখ ও শহিদুল ইসলাম। তিনজনই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৯ সালের ১৯ আগস্ট রাশেদুল ইসলাম বটিয়াঘাটার জয়পুর গ্রামে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে পুলিশ তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে।

এ ঘটনায় তার বাবা হালিম গাজি বাদী হয়ে মামলা করেন। ২১ আগস্ট সকালে রাশেদুলের বিচ্ছিন্ন মস্তক উদ্ধার হয়।

আরও পড়ুন: মাসের পর মাস ধর্ষণ, ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে প্রবাসীর স্ত্রীর মামলা

পুলিশ চলতি বছরের ১৪ জানুয়ারি তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নিহতের পরিবার।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর