৪৬৮ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

৪৬৮ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অনুপ্রবেশের সময় মিয়ানমারের রাখাইন রাজ্যের  ৪৬৮ বাসিন্দাকে (রোহিঙ্গা) মঙ্গলবার সকালে ফেরত পাঠিয়েছে বিজিবি। সোমবার দিবাগত রাতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করছিল।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে জলসীমা অতিক্রম করছিল প্রায় ৪৬৮ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু।   সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম আরও জানান, গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার রোহিঙ্গাকে আটকের পর মানবিক সহায়তা দিয়ে বিজিবি স্বদেশে ফেরত পাঠিয়েছে।

সম্পর্কিত খবর