বাংলাবান্ধা স্থল বন্দরে জয়েন্ট রিট্রিট উদ্বোধন

বাংলাবান্ধা স্থল বন্দরে জয়েন্ট রিট্রিট উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরের জিরো লাইনে জয়েন্ট রিট্রিট উদ্বোধন হয়েছে । বিজিবি-বিএসএফ এর যৌথ আয়োজনে শুক্রবার বিকেলে বিএসএফ এর মহাপরিচালক কিষান কুমার শর্মা এবং বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাফিনূর ইসলাম রিট্রিট শ্রিমনি উদ্বোধন করেন।

দুই দেশের জনগনের মধ্যে মানবতা বোধের সম্প্রসারণ, পর্যটন সৌন্দর্যকে তুলে ধরার পাশাপাশি দুই সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই রিট্রিট শ্রিমনি আনুষ্ঠানিক ভাবে শুরু হলো। দুই বাহীনীর সর্বোচ্চ পর্যায়ের ঐ দুই কর্মকর্তার আগমন ও রিট্রিট উদ্বোধনের জন্য গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল বিজিবি বিএসএফ ।

দুই মহাপরিচালক জয়েন্ট রিট্রিট এর মোড়ক উম্মোচন, বেলুন উড়ানোর মাধ্যমে এই রিট্রিট উদ্বোধন করা হয় এবং স্মারক চিহ্ণ বিনিময় করা হয়। উদ্বোধন শেষে দুই বাহিনীর যৌথ অংশ গ্রহণে মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করা হয়।
 
বিজিবি সূত্রে জানাগেছে দিনের শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অংশগ্রহণে প্রতিদিন ভারত-বাংলাদেশের পতাকা নামানোর আগে দৃষ্টিনন্দন যৌথ মহড়া অনুষ্ঠিত হবে । একই বলা হয় জয়েন্ট রিট্রিট ।
বাংলাবান্ধা স্থলবন্দরের আগে দেশের আরও কয়েকটি স্থান ও বন্দরে এই যৌথ রিট্রিট অনুষ্ঠিত হয়ে আসছে ।

 এছাড়াও দুই দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি বেসকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন ।

 

নিউজ টোয়েন্টিফোর/কেআই)

 

সম্পর্কিত খবর