অস্ট্রেলিয়া থেকে 'অ্যাওয়ার্ড' নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া থেকে 'অ্যাওয়ার্ড' নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনি থেকে রওনা হয়ে ব্যাংককে যাত্রাবিরতি দিয়ে রাত ১২টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় রোববার বিকাল ৪টায় সিডনির কিংসফোর্ড স্মিথ বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে রওনা হন শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা।  

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে গত শুক্রবার সকালে সিডনিতে পৌঁছান শেখ হাসিনা। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এবং ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট দাং থি নাও থিন শুক্রবার সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সেদিন রাতে শেখ হাসিনা যোগ দেন গ্লোবাল সামিট অন উইমেনে। নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে ওই অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’।

সম্মাননা গ্রহণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী অধিকার আদায়ে বিশ্বের নারীদের নতুন করে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং চার দফা প্রস্তাব তুলে ধরেন।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)
 

সম্পর্কিত খবর