‘রোহিঙ্গাদের অবশ্যই ফেরত যেতে হবে’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

‘রোহিঙ্গাদের অবশ্যই ফেরত যেতে হবে’

কক্সবাজার প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাস্তচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের অবশ্যই ফেরত যেতে হবে। আমরা রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোন থেকে সাময়িক থাকার সুযোগ দিয়েছি। স্থায়ীভাবে বসবাসের কোনো সুযোগ নেই। অাপাতত কিছু রোহিঙ্গাদের ভাসান চরে নেওয়া হবে।

মঙ্গলবার সকালে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয়দের কথা চিন্তা করেছে। কারণ, তিনি সাধারণ মানুষের কথা ভাবেব। মানুষকে ভালোবাসেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, একটি জনবান্ধব সরকার। এই সরকার হতদরিদ্র মানুষের পাশে থাকার সরকার।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় ত্রাণ সচিব শাহ কামাল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম ও কক্সবাজার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর