‘তালা-কলারোয়ার উন্নয়ন ঘটাতে নৌকার বিকল্প নেই’

‘তালা-কলারোয়ার উন্নয়ন ঘটাতে নৌকার বিকল্প নেই’

সাতক্ষীরা প্রতিনিধি

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ সুুপ্রিমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্টের বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তালা ও কলারোয়া উপজেলার উন্নয়ন ঘটাতে হলে নৌকার কোনো বিকল্প নেই। দীর্ঘ দিন ধরে তালা কলারোয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছি।  

সাতক্ষীরা (তাল-কলারোয়া)-১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এ নেতা বলেন, সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান।

গণতন্ত্র ও দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তালা কলারোয়া আসনে আমাকে মনোনয়ন দেওয়া হলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবদ্ব করে একমাত্র আমিই নৌকার বিজয় ছিনিয়ে এনে শেখ হাসিনার হাতে উপহার দিতে পারব।

বৃহস্পতিবার পাটকেলঘাটা হাজী গোলাম হোসেন মার্কেটে নিজ উদ্যোগে ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. মতিউর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজ উদ্দিন, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইসলামকাঠি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ  কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ, জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুর রহমান, মুক্তিযোদ্ধা শওকাত আলী, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, পাটকেলঘাটা হারুন-অর রশিদ কলেজের উপাধক্ষ্য বিশ্বাস আতিয়ার রহমান, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দিন, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন, পাটকেলঘাটা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. শহিদুল বিশ্বাস প্রমূখ। দোয়া ও ইফতার মাহফিলে রাজনৈতিক, শিক্ষক, পেশাজীবী, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের  মিলনমেলায় পরিণত হয়।

(নিউজ টোয়েন্টিফোর/জুঁই/তৌহিদ)

সম্পর্কিত খবর