ইঁদুরের আক্রমণে কুপোকাত সাপ!

ইঁদুরের আক্রমণে কুপোকাত সাপ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাপেদের পছন্দের খাবারের তালিকায় সব সময়ই থাকে ইঁদুর। সেই ইঁদুরই কিনা এবার উল্টো হামলা চালিয়েছে কয়েক ফুট লম্বা এক জীবন্ত-বিষধর সাপের ওপর!

সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইউটিউবে। যেখানে দেখা গেছে, একটি ইঁদুর এক লম্বা সাপকে কামড়ে প্রায় অজ্ঞান করে ফেলেছে। এরপর টানতে টানতে জঙ্গলে নিয়ে গেছে।

জানা গেছে, ঘটনাটি দক্ষিণ-পূর্ব চীনের গুয়াংদং প্রদেশের। শুরুটা হয় সাপ ও ইঁদুরের এক অদ্ভুত লড়াইয়ের মধ্য দিয়ে। একটা ইঁদুর শিকারের চেষ্টা চালায় নাম অজানা এক সাপ। ইঁদুররা সাধারণত সাপের আক্রমণের ভয়ে পালিয়ে বেড়ায়।

কিন্তু এক্ষেত্রে ঘটলো বিপরীত। সাপকে পাল্টা আক্রমণ শুরু করে ইঁদুরটি।

লড়াই শেষে দেখা যায়, ইঁদুরের ক্রমাগত আক্রমণে নাজেহাল অবস্থা সাপের। লড়াইয়ে হার মেনে পালাতে চাইলেও শেষ রক্ষা হয় না সাপের। তাকে টেনে জঙ্গলের ভেতর নিয়ে যায় ইঁদুর। হয়তো সেখানেই আরাম করে খাওয়ার পর্বটা সেরে ফেলেছে সে।

সূত্র: ইউটিউব

অরিন/নিউজ টোয়েন্টিফোর


 

সম্পর্কিত খবর