সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন আরো সাড়ে চার শতাধিক। সময় যত গড়াচ্ছে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন।

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো নামের ওই কনটেইনার টার্মিনালে শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। অগ্নিদগ্ধ হয়ে বহু মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

news24bd.tv/রিমু