জর্ডানে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় নিহত ১৩, আহত ২৫১

জর্ডানে বিষাক্ত গ্যাস লিকেজে অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির বন্দরনগরী আকাবায় এই দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ২৫১ মানুষ।

গতকাল সোমবার এ ঘটনা ঘটে বলে জানান সরকারের মুখপাত্র ফয়সাল আল-শাবুল।

দেশটির জননিরাপত্তা বিভাগ জানায়, ক্রেনে করে ট্যাঙ্কার জাহাজে তোলার সময় তা উপর থেকে পড়ে যায়। মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে ঘটনাস্থলে থাকা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ২০০ জনকে। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল ওবেদাত মানুষকে ঘরের ভেতরে থাকতে এবং জানালা-দরজা বন্ধ রাখার আহ্বান জানান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, ক্রেন থেকে একটি ট্যাঙ্কার নীচে পড়ার সাথে সাথে হলুদ রঙের গ্যাস ছড়াতে থাকে। এসময় চারপাশে ছুটাছুটি করতে থাকে মানুষ। জানা যায়, ট্যাঙ্কারটিতে ক্লোরিন গ্যাস ছিল। এ গ্যাস দিয়ে মূলত বাসাবাড়ি পরিষ্কার করা হয়।

সূত্র : আলজাজিরা, গার্ডিয়ান