চালকলে দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু 

টাঙ্গাইলের গোপালপুরে একটি চালকলের বয়লারের সাইলো ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন আরও এক শ্রমিক। রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের ডুবাইল এলাকায় একতা অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের নামের ওই চাল কলে এ দুর্ঘটনা ঘটে।  

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন জানান এ তথ্য জানান।

নিহত তিন জন হলেন, নাঈমুল ইসলাম, আরিফুল ইসলাম ও আরিফুল ইসলাম। তাদের সবার বাড়ি কুড়িগ্রামে।

আহত শ্রমিক দেলোয়ার হোসেন জানান, মিল কর্তৃপক্ষ কয়েকদিন আগে ৫০ কেজির চারশ’ বস্তা চাল ধারণ ক্ষমতার একটি সাইলো স্থাপন করে। রোববার রাতে নতুন সাইলো থেকে চাল বস্তায় ভরার কাজ শুরু হয়।  

তিনি বলেন, ‘আমিসহ চারজন চাল বস্তায় ভরছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে। ’

গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন সাংবাদিকদের জানান নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

news24bd.tv/ইস্রাফিল