অভিনেতা বিক্রম গোখলের মৃত্যু

ভারতের অভিনেতা বিক্রম গোখলে আর নেই। বেশ কিছুদিন শারীরিক অসুস্থতায় পুণের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে বুধবার রাতে ৮২ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ অভিনেতা।

হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তির পর থেকেই অভিনেতার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। গতকাল সকালে চিকিৎসকরা জানান, তার অবস্থা বেশ সংকটজনক। রাতেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা।

আনন্দবাজার জানায়, তার মরদেহ আপাতত পুণের বালগন্ধর্ব সভাগৃহে রাখা হবে। সেখান থেকেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে তার দেহ। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই।

১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে পা রাখেন বিক্রম। অমিতাভ বচ্চন অভিনীত ‘পরওয়ানা’ ছিল বিক্রমের প্রথম ছবি। বিক্রমকে দর্শক সম্প্রতি ‘নিকম্মা’ ছবিতে দেখেছেন। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন শিল্পা শেঠী এবং অভিমন্যু দাশানি। বিক্রমের বাবা চন্দ্রকান্ত গোখলে ছিলেন মারাঠি ছবি এবং থিয়েটারের অভিনেতা। তার দাদীও ছিলেন অভিনেত্রী। বিক্রমও মারাঠি সিনেমা জগতে জনপ্রিয় ছিলেন। বিক্রম তার স্ত্রীর সঙ্গে পুণেতে থাকতেন। সেখানে একটি অভিনয়ের স্কুলও চালাতেন তিনি।

news24bd.tv/FA