বিশেষ পরিস্থিতিতে জ্বালানির দাম নির্ধারণ করতে পারবে সরকার

বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন -বিইআরসি'র বদলে সরকার জ্বালানির দাম নির্ধারণ করতে পারবে বলে জানানো হয়েছে। কারণ বিদ্যুৎ ও জ্বালানির দাম পুনর্নির্ধারণের ক্ষেত্রে বিইআরসির ৯০ দিন প্রয়োজন হয়।

সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২২ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সেইসাথে, বেসরকারি পর্যায়ে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বেসরকারিভাবে আমদানিকৃত জ্বালানি সংশ্লিষ্ট উদ্যোক্তারা রিফাইন করতে পারবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানি তেলের দাম আগে শুধু বিইআরসি নির্ধারণ করত। এখন বিশেষ পরিস্থিতিতে সরকার জ্বালানির দাম নির্ধারণ করবে। তিনি বলেন, সম্প্রতি তেলের দাম বৃদ্ধির বিষয়ে জ্বালানি সচিবকে আগামী দুই একদিনের মধ্যে বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে।

news24bd.tv/FA