যুব মহিলা লীগের সভাপতি ডেইজী, সম্পাদক শারমিন

বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বে ডেইজী সারোয়ারকে সভাপতি ও শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক করা হয়।

আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার ২০ বছর পর এবার নতুন নেতৃত্ব পেল সংগঠনটি। যুব মহিলা লীগ ২০০২ সালের ৬ জুলাই গঠিত হয়। সেসময় নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি করা হয়।

সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালে। এতে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়।

তিন বছর পর পর সম্মেলনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও ১৩ বছর পর হয় দ্বিতীয় সম্মেলন। ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলনে ফের নাজমা আক্তার ও অপু উকিলই নেতৃত্বে আসেন।

নতুন সভাপতি ডেইজী সারোয়ার এর আগে সহ-সভাপতি ছিলেন। আর শারমিন সুলতানা লিলি ছিলেন কমিটির সাংগঠনিক সম্পাদক।

news24bd.tv/রিমু