জোড়া খুনে উত্তাল লক্ষ্মীপুর বিক্ষোভ চলছেই

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর এখন উত্তাল। দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ঘটনার বিচার দাবি করে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে।  

এরই ধারাবাহিকতাই আজও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে কর্মসূচি চলছে। লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগ পরিবার এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলছে।  গত মঙ্গলবার রাতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যা করা হয়।  

গত বুধবার রাতে এই দুই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার প্রধান আসামি করা হয় আবুল জেহাদীকে। এছাড়া আরও ৩২ জনকে এ মামলায় আসামি করা হয়। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী চার জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন।  

পুলিশের ৭দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়া আসামিরা হলেন ইসমাইল হোসেন পাটওয়ারী, মো. সবুজ, মনির হোসেন রুবেল ও আজিজুল ইসলাম বাবলু।    

news24bd.tv/কেআই