তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ

রনি তালুকদার, নাজমুল হোসেন শান্তর পর আউট হলেন লিটন দাসও। লিটন দাসের উইকেট পড়ে পাওয়ারপ্লের ঠিক পরের ওভারেই। ওমরজাইকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে পুল করতে গিয়ে মোটেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি লিটন। মিড অফে রশিদ খানের কাছে গেছে সহজ ক্যাচ। ১৯ বলে ১৮ রান করে থেমেছেন লিটন।

এর আগে শুরুতেই আফগান বাঁহাতি পেসার ফজলহক ফারুকির প্রথম ওভারেই ড্রেসিং রুমের পথ ধরেন রনি তালুকদার। পরের ওভারে মুজিবুর রহমাদের বলে বোল্ড হন তিন নম্বরে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্ত।

মিডল স্টাম্পের ওপর লেংথ ডেলিভারি সোজা ব্যাটে খেলার চেষ্টা করেন রনি। কিন্তু ব্যাট নামাতে কিছুটা দেরি হয় তার। আর এতেই সর্বনাশ। চোখের পলকে বলের আঘাতে উড়তে থাকে অফ স্টাম্প।  

এক চারে ৫ বলে ৪ রান করেছেন রনি আর এক ছয়ে ১২ বেলে ১৪ করেছেন নাজমুল হোসেন শান্ত। লিটন করেছেন ১৯ বলে ১৮ রান।

news24bd.tvতৌহিদ