তবুও তুমি

বিংশ শতাব্দীতে শোকের আয়ু বড়জোর এক বছর নাজিম হিকমতের সে কথাই মনে করি একবিংশে দাঁড়িয়ে এখানে শোকের আয়ু আরও বেশি-কম শুধু যার যায়, সে ছাড়া কেইবা আর কারে মনে রাখে... তবুও কিছু মানুষ কখনো কখনো অতল মনের তলে দিয়ে যায় নাড়া তার কোনো বাণী কিংবা তার কোনো গান অথবা সুরম্যস্মৃতি কোনো ছবি আঁকে মনের দেয়ালে বিবেকের বোধ হয়ে হৃদয়ের প্রেম হয়ে  জীবনের কর্ম হয়ে ধাবমান সময়েও থাকে অনড়, অচল ধ্রব তারার মতো তেমনি মানব তুমি দেখিনি কোনোদিন তবু সতত দৃশ্যমান হে পিতা শেখ মুজিবুর রহমান

লেখক: সাংবাদিক