সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে বঙ্গবন্ধুকে কটাক্ষ করে স্ট্যাটাস, মামলা

দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় মামলা করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে খাইরুল ইসলাম ও ফারুক আহম্মেদ নামে দুজনের নাম উল্লেখ করে মামলা করা হয়। মঙ্গলবার দুপুরে করা এই মামলায় অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে তাদের ফেসবুকে মিথ্যা, বানোয়াট বিভ্রান্তিকর ছবি ও ভিডিও আপলোড করে। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করা হয়।

এছাড়াও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালায়। তাই স্বপ্রণোদিত হয়ে মামলাটি করি।

তিনি আরও জানান, ইতোমধ্যে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

news24bd.tvতৌহিদ