গ্যাবনের রাষ্ট্রক্ষমতা দখল সেনাবাহিনীর

প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অজুহাত দেখিয়ে আফ্রিকার দেশ গ্যাবনের রাষ্ট্রক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী। নির্বাচনের ফল ঘোষণার পর আজ বুধবার একদল শীর্ষ সেনা কর্মকর্তা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলে নেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আজ সকালে গ্যাবনের সেনাদল গ্যাবন ২৪ টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে ঘোষণা দেন, তারা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছেন এবং গ্যাবন প্রজাতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছেন।

তারা বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন, অপ্রত্যাশিত শাসনব্যবস্থার ফলে সামাজিক সংহতির ক্রমাগত অবনতি ঘটছে, যা দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে। আমরা কমিটি ফর ট্রানজিশন অ্যান্ড রেস্টোরেশন অব ইনস্টিটিউশনের পক্ষ থেকে বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। ’

ওই কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে তারা বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। ’

এদিকে, সামরিক এই ঘোষণার পর রয়টার্স ও এএফপির মতো সংবাদ সংস্থাগুলো গ্যাবনের রাজধানী লিব্রেভিলে গুলির শব্দের খবর দিয়েছে।

নির্বাচনের ফল তুলে ধরে আল জাজিরা বলছে, বর্তমান প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনডিম্বা ৬৪ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলবার্ট ওন্ডো ওসা ৩০ দশমিক ৭৭ শতাংশ ভোট পান। নির্বাচনে মোট ভোটারের উপস্থিতি ছিল ৫৬ দশমিক ৬৫ শতাংশ।

news24bd.tv/SHS