ডেঙ্গু পরীক্ষার উপকরণ চোরাচালানের সময় গ্রেপ্তার ৬

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ডেঙ্গু পরীক্ষার উপকরণ চোরাচালানের সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার তাদের আটকের সময়ে একটি মাইক্রোবাস জব্দসহ তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৯০০ পিস ডেঙ্গু রোগ পরীক্ষার ভারতীয় কীট, ৯৮ পিস ডেঙ্গু রোগ পরীক্ষার ভারতীয় এ্যাম্পুল। যার আনুমানিক মূল্য ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর জানান, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় তারা মূলত অতিরিক্ত মুনাফার লোভে অনৈতিকভাবে দেশে আনছে ডেঙ্গু পরীক্ষার ভারতীয় কিট। এসব কিটের মান নিয়েও সন্দেহ পোষণ করেন তিনি।

news24bd.tv/FA