রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জয়সালমার বিট সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশন এবং ভারতীয় সহকারী হাই কমিশন, রাজশাহীর যৌথ আয়োজনে জয়সালমার বিট (Jaisalmer Beat) সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বর্ণাঢ্য এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বন্ধুপ্রতিম দেশ ভারতের সাথে আমাদের ভাষা, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক মিল রয়েছে। গত ১৫ বছর ধরে দুই দেশের নিবিড় সম্পর্ক বিদ্যমান। এতে উভয় দেশ উপকৃত হয়েছে। আগামীতে এই সম্পর্ক বজায় থেকে উভয় দেশ লাভবান হবে।

অনুষ্ঠানের শুরুতে ভারত থেকে আগত জয়সালমার বিট এর শিল্পীদের উত্তরীয় পরানো হয়। অনুষ্ঠানে ভারত থেকে আগত জয়সালমার বিট এর শিল্পী রইস খান, শেরু খান, আশরাফ খান, দেবা খান, আনোয়ার খান ও রাজ্জাক খান তাদের সঙ্গীত পরিবেশন করেন। জয়সালমার বিট পরিবেশনের পূর্বে দলটির প্রধান রইস খান তাঁর বক্তৃতায় নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন।

এর আগে প্রথম পর্বে রাজশাহীর শিল্পীরা দেশাত্মবোধক, আধুনিক, লালন সঙ্গীত পরিবেশনা করেন। এছাড়া ছিল বাঁশির ধুন, কবিতা আবৃত্তি ইত্যাদি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিকবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্কুল ও কলেজের প্রধানগণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবীবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ।

news24bd.tv/FA