ইসরায়েল বিদ্বেষীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি ট্রাম্পের 

প্রেসিডেন্ট নির্বাচিত হলে হামাসকে প্রকাশ্যে সমর্থন জানানো অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার পদক্ষেপ নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে হামাসকে সমর্থনকারী অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেবেন। সেই সঙ্গে সমর্থনকারীদের গ্রেপ্তার ও নির্বাসনে দেবেন।

সোমবার (১৬ অক্টোবর) আইওয়াতে প্রচারে অংশ নিয়ে ট্রাম্প এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঞ্চলে প্রচারে অংশগ্রহণকালে তিনি বলেন, হামাস অন্তত ১৩০০ ইসরায়েলিকে হত্যা করেছে। আমি যদি দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি, তাহলে এমন কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেব না- যারা ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে বিশ্বাস করে না। একই সঙ্গে বিদেশি ছাত্রদের ভিসা প্রত্যাহার করবেন যারা ইসরায়েল বিদ্বেষী।

এ সময় ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারের দাবি জানান ট্রাম্প।  

news24bd.tv/আইএএম