নাটোরে সাত লাখ টাকার ৭০ গ্রাম ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ২

নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭ লাখ টাকার ৭০ গ্রাম মাদক উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই রফিকুল ইসলাম এর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অভিযান পরিচালনা করে।

এসময় মাদক কারবারি জেলার সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে তারেক হোসেন (২০) এবং একই উপজেলার ঢাকঢোল ডাঙ্গাপাড়ার জহিরুল ইসলামের ছেলে রবিউল আওয়ালকে (৩২) ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা পেশাদার মাদক কারবারি এবং তারা দীর্ঘদিন যাবত নাটোর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। নাটোরে এটা নিয়ে দ্বিতীয় বারের মতো  ক্রিস্টাল মেথ আইস নামে ক্রেজি মাদক ধরা পড়লো।

নাটোর ডিবি পুলিশের এস আই রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

news24bd.tv/FA