ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সেনারা। কিছু ক্ষেপণাস্ত্র দামেস্কের উপকণ্ঠে আঘাত হানে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

ইরানি গণমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরায়েলি বাহিনী দামেস্ক লক্ষ্য করে বিমান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সিরিয়ার সেনারা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করে ব্যবহার করে ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী এই হামলা চালায়। কিন্তু সিরিয়ার সেনারা এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করে। সিরিয়ার ওই সামরিক সূত্র জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপতিত করা গেলেও কিছু ক্ষেপণাস্ত্র দামেস্কের উপকণ্ঠে আঘাত হানে এবং তাতে বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যখন ইসরায়েল বর্বর গণহত্যা চালাচ্ছে তখন তারা সিরিয়ায় আবার এই হামলা চালালো।

news24bd.tv তৌহিদ