সরকার উৎখাতে সাম্প্রদায়িক উসকানি দিত হিজবুত তাহরীর নেতা তৌহিদুর 

মেধাবী ও উচ্চ বিত্তদের টার্গেট করে বানানো হয় সদস্য। সেই সদস্যদের দিয়ে চালানো হয় প্রচারণা। এরই ধারবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর অনলাইন কনফারেন্সে করে এই সরকারকে উৎখাতসহ সাম্প্রদায়িক উসকানি দেয় হিজবুত তাহরীরর প্রথম সারির নেতা তৌহিদুর রহমান। বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান মো. আসাদুজ্জামান।  

তিনি বলেন, তৌহিদুর রহমান এই অনলাইন সম্মেলটি কোথায় থেকে করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। এই সম্মেলটি করার আগে ব্যাপক প্রচার প্রচারণা চালায়। বিশেষ করে ক্ষুদে বার্তাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন।  

তিনি জানান, এই সম্মেলটি ওয়াকিয়া টিভি নামে একটি ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়। এই শীর্ষ নেতা এর আগেও দুইবার গ্রেপ্তার হয়েছিলেন। পরে ছাড়া পেয়ে তিনি আবারও একই কাজে জড়িয়ে পড়েন।

news24bd.tv/আইএএম