১৪২ ফিলিস্তিনি নারীকে আটক করলো ইসরায়েল

গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে স্থল অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ১৪২ জন ফিলিস্তিনি নারীকে আটক করেছে বলে জানিয়েছে আল জাজিরা। দামন এবং হাশারনসহ আরও কিছু ইসরায়েলি কারাগারে এসকল বন্দীদেরকে রাখা হয়েছে বলে সংবাদমাধ্যমটি প্রকাশিত এক রিপোর্টে জানা যায়।

ইসরায়েলি সরকারের ভাষ্যমতে, নভেম্বরের শেষ পর্যন্ত তারা মোট ২৬০ জন ফিলিস্তিনিকে আটক করেছে। এসকল বন্দীকে ইসরায়েল অবৈধ যোদ্ধা বলে থাকে। ইসরায়েলে কাজ করা গাজার নাগরিকেরাও এই মুহূর্তে আটকা পড়ে আছেন।

অপরদিকে, ফিলিস্তিনের রামাল্লায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার ভাষ্যমতে, রামাল্লার বাইতুনিয়া এলাকায় ইসরায়েলি বাহিনী একদল তরুণ ফিলিস্তিনিকে লক্ষ্য করে গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং এতে একজন আহত হন। হামলার সময় দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী।

এছাড়াও রামাল্লার বাতন আল হাওয়া এবং আত-তিরা এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

news24bd.tv/ab