ট্রেন থেকে নেমেই তরুণীর উদ্দাম নাচ, অতঃপর যা করলো পুলিশ

বর্তমান সময়ে পাবলিক স্থানে নাচের একটি ট্রেন্ড শুরু হয়েছে। রেলওয়ে প্লাটফর্ম, মেট্রোরেল কিংবা পার্কে নাচা যেন একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাড়িয়েছে। কর্তৃপক্ষ বার বার সতর্ক করলেও এসব কাজ থেকে বিরত থাকছে না তথাকথিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা । খবর এনডিটিভি 

সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মুম্বাই রেলওয়ে স্টেশনে নেচে ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে আটক করে।  

ওই ইনফ্লুয়েন্সারের নাম সীমা কানোজিয়া। পাবলিক স্থানে সাধারণ নীতি ভঙ্গ করায় পুলিশ তাকে আটক করে। পরে সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চান।  

সীমা কানোজিয়া রেল স্টেশনে নাচের ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। এতে দেখা যায় স্টেশনে ট্রেন থামার পরই লাফিয়ে পড়েন সীমা। পরে উদ্দামভাবে নাচতে থাকেন। এতে বিরক্ত হন অন্য যাত্রীরা।

এ সময় ওই স্টেশনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরাতা তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে পাবলিক স্থানে ভিডিও না করার অনুরোধ জানান।  

news24bd.tv/aa