ইউক্রেনের হামলার জবাব দিয়ে বছর শেষ করলো রাশিয়া

রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগোরোডে ইউক্রেনের হামলার জবাব হিসাবে দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

বিমান হামলা চালিয়ে বেলগোরোডে হামলার প্রতিশোধ নিয়েছে রাশিয়া এমনটাই দাবি কিয়েভের। এই হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

এর আগে রোববার (৩১ ডিসেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খারকিভের উপর হামলাটি বেলগোরোডে ইউক্রেনের হামলার একটি প্রতিক্রিয়া। ওই শহরের সকল লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করা হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ৪৯ টি ড্রোনের মধ্যে ২১ টি ধ্বংস করেছে। অধিকাংশ হামলার লক্ষ্যবস্তু ছিল খারকিভ, খেরসন, মাইকোলাইভ ও জাপোরিঝিয়া অঞ্চল।

রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গভীর রাত পর্যন্ত চালু রাখা হয়েছিলো। মূলত রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে এমন সতর্কতা নেওয়া হয় বলে ওই অঞ্চলের সামরিক প্রশাসন টেলিগ্রামে জানিয়েছে। এ ছাড়া খারকিভের আঞ্চলিক গভর্নর বলেছেন, রাতে রাশিয়ার সীমান্তবর্তী শহরটিতে কমপক্ষে ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত করার পর ২৮ জন আহত হয়েছে।  

উল্লেখ্য, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে শনিবার (৩০ ডিসেম্বর) রাশিয়ার সীমান্তবর্তী এলাকা বেলেগোরোডে হামলা চালিয়ে ১৪ জন রাশিয়ার নাগরিককে মারা হয়েছিলো। ওই ঘটনার পঅর থেকেই এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিল মস্কো।

news24bd.tv/SC