অনলাইনে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, নড়াইলে ২ ভাই আটক

ইন্টারনেটে সুলভ মূল্যে চটকদার নানা পণ্যের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতানোর দায়ে নড়াইলে দুই ভাইকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা পুলিশের অভিযানে কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে শাহজালাল ও শাহজামান নামে দুই ভাইকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন ও ১৬টি সিম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা ওই গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে পুলিশ সুপার মো. মেহেদী হাসান নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ তথ্য জানান। তিনি বলেন, আটককৃতরা ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেসবুক পেজ থেকে দির্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে আসছিল। এ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার ভোরে যাদবগ্রামে তাদের বাড়ি থেকে আটক করা হয়েছে। একই সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন ও ১৬টি সিম। তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।  

news24bd.tv/আইএএম