পুরো রমজানে স্কুল বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে কাল

পবিত্র রমজান মাসের পুরো সময় স্কুল বন্ধ থাকবে কি-না, এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, আজ সোমবার প্রথম রমজান থেকে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল-হাইকোর্টের এমন আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়েছেন তিনি।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক স্কুল ও মাধ্যমিক স্কুল ১৫ দিন খোলা রাখার নির্দেশনাসহ দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাস্তায় যানজটসহ নানা বিষয় বিবেচনা করতে, সেই প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।

এ নিয়ে শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে প্রজ্ঞাপন দুটি আগামী দুই মাসের জন্য স্থগিত করে রমজানের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ রাখার আদেশ দেন।

news24bd.tv/SHS