চুয়াডাঙ্গায় অপহৃত সিরাজগঞ্জে উদ্ধার

চুয়াডাঙ্গা থেকে অপহৃত হওয়া সাত বছর বয়সি শামীম নামে এক শিশুকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী আল-আমিনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন।

উদ্ধার হওয়া শিশু তামিম হোসেন চুয়াডাঙ্গা সদরের হানুরবাড়াদি গ্রামের সুন্নত আলীর ছেলে। গ্রেপ্তার আল-আমিন (২৯) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মেষতলী বাজারের আব্দুল কাদেরের ছেলে।

অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ বলেন, দুই মাস আগে তামিমের বাবা সুন্নত আলীর সঙ্গে আল-আমিনের বন্ধুত্ব সর্ম্পক গড়ে ওঠে। এ অবস্থায় বুধবার বিকেলে আল-আমিন শিশু তামিমকে বাড়ির পাশ থেকে কৌশলে অপহরণ করেন। এরপর তামিমের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের পরই র‌্যাব-১২ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অভিযান নামে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার চন্দনগাঁতি দক্ষিণপাড়া থেকে অপহৃত শিশু তামিমকে উদ্ধার করে এবং একই সাথে অপহণকারী আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে স্বজনদে কাছে এবং গ্রেপ্তার আল-আমিনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

news24bd.tv/তৌহিদ