কৃত্রিম বুদ্ধিমত্তা আইন করা হচ্ছে: পলক

আগামী সেপ্টেম্বর নাগাদ কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের প্রাথমিক খসড়া প্রস্তুত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (৬ মে) রাজধানীর একটি হোটেলে ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে  সরকারের ক্লাউড ব্যবস্থাপনার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

পলক বলেন, ‘ওরাকলের মতো আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ডেটা সেন্টার পরিচালনা প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্যভাণ্ডার গড়ে তোলার ফলে জনগণের তথ্য সুরক্ষার বিষয়টি আরও জোরদার হবে। ’ 

কৃত্রিম বুদ্ধিমত্তা আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আইনের আগে নীতি প্রণয়নে সরকার পরিকল্পনা নিয়েছে। এর আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও নানাবিধ ঝুঁকির বিষয়গুলো নিয়ে গবেষণা চলছে।  

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান বলেন, ভবিষ্যতের সম্পদ তথ্য, যা ১৭ কোটি মানুষের দেশে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। ফলে ভবিষ্যৎ উন্নয়নের যে প্রতিবন্ধকতা রয়েছে, তার প্রস্তুতি মানসম্মত ডেটা সেন্টারের মাধ্যমে করা সম্ভব হবে মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।  

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মতো মৌলিক অধিকার বাস্তবায়নে শুধু হার্ডওয়্যার নয়, কাজ করতে হবে আইনি কাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়েও। news24bd.tv/আইএএম