তথ্য-উপাত্তের ক্ষেত্রে সংবেদনশীলতা সরকারের জন্য সুখকর নয়: দেবপ্রিয় ভট্টাচার্য

তথ্য-উপাত্তের ক্ষেত্রে অনেক বেশি সংবেদনশীলতা বর্তমান সরকারের জন্য সুখকর নয় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার (৭ মে) সাংবাদিকদের সাথে কথোপকথনকালে তিনি এই কথা বলেন।

দেবপ্রিয় বলেন, স্মার্ট বাংলাদেশের আকাঙ্খা আর তথ্য-উপাত্তের ক্ষেত্রে বাধা দেয়া সম্পূর্ণ সাংঘর্ষিক। জনমানুষের প্রতিনিধিত্ব কমে গিয়ে আমলাতন্ত্র প্রকট হলে এই পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা তার বড় প্রমাণ।

অতিমূল্য প্রকল্প সরকারের গলার কাঁটা হবে উল্লেখ করে দেবপ্রিয় বলেন, ঋণ পরিশোধের চাপ বাড়ায় ২০২৪ সালে সরকার অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে। ঋণখেলাপী হয়নি-সরকারের এই গর্বে ফাটল ধরেছে।

news24bd.tv/ab