উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল করতে পারবেন ইউপি চেয়ারম্যান

ইউপি চেয়ারম্যান পদত্যাগ করা ছাড়াই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করতে পারবেন বলে আবারও আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার কুমিল্লার চান্দিনার এক চেয়ারম্যানের রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের দ্বৈত বেঞ্চ।

একই সাথে পদত্যাগ করে ইউপি চেয়ারম্যানদের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।

রিটকারীর আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, কুমিল্লার মাইজ খার ইউপি চেয়ারম্যান সেলিম প্রধান পদত্যাগ ছাড়াই চান্দিনা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আদালতের দ্বারস্থ হন। শুনানি শেষে আদালত তাকে মনোনয়ন দাখিলের অনুমতি দেন।

এর আগে সম্প্রতি হাইকোর্টের অন্য একটি বেঞ্চ একই আদেশ দিলেও চেম্বার আদালত তা স্থগিত করে নির্বাচন কমিশনের বর্তমান আইন অনুযায়ী পদত্যাগ করেই ইউপি চেয়ারম্যানদের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশ দেয়।

news24bd.tv/তৌহিদ