মাঝরাস্তায় অস্ত্র হাতে তরুণীর নাচ

তরুণীর নাম সিমরান যাদব। এখন নেট দুনিয়ায় ভাইরাল। ভারতের  লখনৌ দিনের বেলা সড়কে নাচছিলেন। হাতে ছিল অস্ত্র। এই ছবি তুলে আবার একজন পাঠিয়ে দেন  লখনৌ পুলিশকে। সিমরানের ইনস্টাগ্রামে অনুসারী রয়েছে ২২ লাখ, ইউটিউবেও রয়েছে প্রায় ১৮ লাখ সাবস্ক্রাইবার। সেই লোকের অ্যাডভোকেট কল্যাণজি চৌধুরী । তিনি  সিমরানের  ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করে লিখেছেন, লখনৌয়ের ইনস্টাগ্রাম তারকা সিমরান যাদব প্রকাশ্যে হাইওয়েতে পিস্তল নেড়ে এবং সমাজে তার সম্প্রদায়ের শক্তি দেখানোর জন্য একটি ভিডিও ভাইরাল করে আইন ও আচরণবিধি লঙ্ঘন করছেন। কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা নীরব। সূত্র, জিটিভি ।   পোস্টে লখনৌয়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ট্যাগও করেন অ্যাডভোকেট কল্যাণজি। এতে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। লখনৌ পুলিশ জানিয়েছে, ওই ঘটনার তদন্ত শুরু করেছে তারা। সিমরানের বাড়িতেও হানা দিয়েছিল। তার অস্ত্র বৈধ না অবৈধ সেসব জানা জরুরি।   কিন্তু সিমরান লাপাত্তা। আজ শনিবার ( ১১ মে) পর্যন্ত তাকে খুঁজে পায়নি পুলিশ।  

news24bd.tv/ডিডি