হামাস চাইলে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব গাজায় : বাইডেন

ওয়াশিংটনের সিয়াটলে এক জনসভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেই ইসরায়েলের পক্ষেই ঘুরিয়ে কথা বললেন। অথচ ইসরায়েলি সেনা বাহিনী রাফা শহর দখলে নিয়েছে। এ নিয়ে কিছুই বলেননি। তিনি বলেছেন,  হামাস যদি নিজেদের কব্জায় থাকা জিম্মিদের সবাইকে আজ মুক্তি দেয়, তাহলে আগামীকাল থেকেই যুদ্ধবিরতি সম্ভব গাজায়। ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনায়কদের চেষ্টায় গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর গাজায় অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল হামাস এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সূত্র এএফপি ও সিএনএন।   বিরতির পর ফের পুর্ণমাত্রায় যুদ্ধ শরু হয় হামাস ও আইডিএফের মধ্যে। এই যুদ্ধের তিন মধ্যস্থতাকারী দেশ কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে বেশ কয়েক বার চেষ্টার পরও এখন পর্যন্ত গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আনতে সফল হতে পারেনি। তাই জিম্মির ভাগ্যে কী ঘটেছে তা এখনও কেউ জানে না।   গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জনকে।

news24bd.tv/ডিডি