‘ডোনাল্ড লুর বাংলাদেশ সফর বিএনপির কাছে গুরুত্বপূর্ণ নয়’

দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর বিএনপির কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার (১৩ মে) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।  

বৈঠকে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন করে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেন নেতারা। বৈঠকের পর নজরুল ইসলাম খান বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে নিয়ে কথা বলেন। তিনি বলেন, বিএনপির কাছে ডোনাল্ড লুর সফর গুরুত্বপূর্ন নয়। তার চেয়ে দেশের সংকট নিয়ে উদ্বিগ্ন দলটি।   news24bd.tv/আইএএম