বে গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শামসুর রহমানের ইন্তেকাল 

বে গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শামসুর রহমান সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শামসুর রহমান রাত ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

তিনি বিশিষ্ট শিল্পপতি, বে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।  শামসুর রহমান শরীয়তপুর জেলার বাসিন্দা একজন পরিশ্রমী এবং ক্যারিশম্যাটিক ব্যক্তি, রহমান ১৯৭৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে তার কর্মজীবন শুরু করেন। এবং সিভিল সার্ভিস থেকে দ্রুত অবসর গ্রহণের পর, রহমান ১৯৭৭ সালে বে ট্যানারিজ লিমিটেডের সঙ্গে তার উদ্যোগ শুরু করেন।

তারপর থেকে, তার নিরলস প্রচেষ্টা বে গ্রুপ বৃদ্ধি পায়। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সাবেক সহ-সভাপতি ছিলেন।

এছাড়াও তিনি বাংলাদেশের তৈরি চামড়া, চামড়াজাত পণ্য ও পাদুকা রপ্তানিকারক সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

news24bd.tv/কেআই