কনডেম সেল বিষয়ক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামীদের কনডেম সেলে রাখা যাবে না- হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ মে) অ্যার্টনি জেনারেল কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (১৩ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে বলা হয়, মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কারাবন্দিদের কনডেম সেলে রাখা যাবে না। অন্য বন্দিদের মতো তাদের সব সুযোগ-সুবিধা দিতে হবে।

চূড়ান্ত রায়ের আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর আইনজীবী শিশির মনির হাইকোর্টে একটি রিট দায়ের করেন। পরে রায় চূড়ান্ত হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের কনডেম সেলে রাখা কেন বেআইনী হবে না তা জানতে চেয়ে ২০২৩ সালের ৫ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। একই বছরের ১২ ডিসেম্বর রুলের শুনানি শেষ হওয়ার পর রায় ঘোষণার জন্য হাইকোর্টে অপেক্ষমান ছিলো।

news24bd.tv/ab