পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল প্রগতি স্মরণীতে যান চলাচল শুরু

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে প্রায় দুই ঘণ্টা রাজধানীর প্রগতি স্মরণীতে যান চলাচল বন্ধ ছিলো। বুধবার (১৫ মে) বিকেলে রাস্তা অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করায় প্রগতি স্মরণীর দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ছড়িয়ে পড়ে বিমানবন্দর পর্যন্ত। এমনকি ডাইভারশনের মাধ্যমে যান চলাচল বন্ধ করে দেয়া হয় কুড়িল ফ্লাইওভারেও।

বিক্ষোভকারী পোশাকশ্রমিকেরা সবাই কুড়িল যমজ রোডের ইউরো জোন ফ্যাশনস লিমিটেডে কাজ করেন।  বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা জানান, কয়েক মাসের বেতন-ভাতা দেয়া হয়নি। কোনো সুরাহা না হওয়ায় রাস্তায় বিক্ষোভ করছেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান শ্রমিকরা।

পরে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

news24bd.tv/ab