২০ মে’র পর বঙ্গপোসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

২০ মের পর বঙ্গপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে স্বস্তির বিষয় চলমান তাপপ্রবাহ কম থাকবে। শনিবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে আবহওয়া অফিসের এক ব্রিফিয়ে এ কথা জানান আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির।  

আবহাওয়াবিদ বলেন, লঘু চাপটি কোনদিকে মুভমেন্ট করবে তা এখনো বলা যাচ্ছে না। এপ্রিল, মে-তে সব সময় দেশে সাইক্লোন হয়। এ বছরও তার ব্যতিক্রম নয়। লঘুচাপটি নিম্নচাপে রূপ নেবে কি না সেটি বলা যাচ্ছে না। তবে বঙ্গপোসাগরে যদি কোনো সাইক্লোন সৃষ্টি হয় তার প্রভাব বাংলাদেশে ভারতসহ আশেপাশের দেশগুলোর ওপর পড়ে।  

তিনি বলেন, যেহেতু এখনো সাগর শান্ত আর নিম্নচাপ হবে কি না তা নিশ্চিত নয়; তাই বড় সাইক্লোন হবে কি না বলা যাচ্ছে না।  

আবহাওয়াবিদ আরও বলেন, ঢাকা ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হলে হিট এলার্ট কিছুটা প্রশমিত হবে। তবে কিছু কিছু জেলায় হিট এলার্ট জারি থাকবে। news24bd.tv/আইএএম