অবশেষে ন্যান্সি পেলোসির স্বামীর হামলাকারীকে ৩০ বছর কারাদণ্ড

ঘটনা ২০২২ সালের অক্টোবরে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি সেসময় ছিলেন ওয়াশিংটনে। আর তার স্বামী পল পেলোসি ছিলেন সান ফ্রান্সিসকোতে তাদের বাসায়। একা।  হামলাকারী মুলত ন্যান্সি পেলোসিকে খুঁজতে গিয়েছিল। কিন্তু তাকে না পেয়ে তার স্বামী পল’কে হাতুড়ি দিয়ে মাথায় ও হাতে আঘাত করতে থাকে। এত আহত হন পল। পরে তার অস্ত্রোপচার করতে হয়। এই হামলারই রায় দিলো যুক্তরাষ্ট্রের এক আদালত গত শুক্রবার ( ১৭ মে) । আদালত হামলাকারীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে। সূত্র , সিএনএন। হামলাকারীর নাম ডেভিড ডেপাপেকে। তাকে সেসময় ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়। সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে ডেভিড ডেপাপের ৪০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন কৌঁসুলিরা। ডেভিড অপরাধ অস্বীকার করেননি। আদালত তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

news24bd.tv/ ডিডি