বেনজীর-আজিজের অপরাধ ব্যক্তিগত, শাস্তি পেতেই হবে: ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৯ মে) আওয়ামী লীগের এক সভায় কাদের বলেন, ছোটখাটো ঘটনা ঘটলেও এ নির্বাচনে কোন প্রাণহানি হয়নি। নির্বাচন ফেয়ার করতে কিছু কঠিন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে দুর্যোগের পরেও ভোটার উপস্থিত ছিল সন্তোষজনক।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তারা মাঠের আন্দোলনে ব্যর্থ। নির্বাচন ঠেকাতে ব্যর্থ। সব কিছুতে ব্যর্থ হয়ে কর্মীদের চাঙ্গা করতে গলাবাজি করছে।

সেতুমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ ও আজিজ আহমেদ এর অপরাধ ব্যক্তিগত।  সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বেনজীর ও আজিজদের বিচারের মুখোমুখি করছে।

ওবায়দুল কাদের বলেন, আজিজ আহমেদকে তার যোগ্যতার জন্য সেনাপ্রধান করা হয়েছিল। কিন্তু সে দুর্নীতি করলে তো তাকে শাস্তি পেতেই হবে।

news24bd.tv/FA