উগান্ডাকে ১৮৪ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্ট খেলতে নামা উগান্ডাকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি পায় আফগানরা।

মঙ্গলবার (৪ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা।

ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরু থেকেই মারকুটে ভঙ্গিতে খেলতে থাকেন আফগান ব্যাটাররা। উগান্ডার বোলারদের যেন পাত্তাই দেয়নি আফগানিস্তারে ওপেনিং জুটি।

আফগানদের ওপেনিং জুটিই ১৫৪ রান সংগ্রহ করে। ৪৫ বলে ৭৬ রান করেন রহমানুল্লাহ গুরবাজ এবং  নাজিবুল্লাহ জাদরান করেন ৪৬ বলে ৭০ রান।

যদিও আফগানিস্তানকে ২০০ রান স্পর্শ করা থেকে বিরত রাখতে সক্ষম হন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা উগান্ডা। প্রথম ইনিংসে এটাই মনেহয় উগান্ডার অর্জন। উগান্ডার হয়ে কসমাস কেয়ুটা ও  ব্রায়ান মাসাবা দুটি করে উইকেট শিকার করেন।

news24bd.tv/SC