চুনারুঘাটে হালচাষ করার সময় বজ্রপাতে নিহত ২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন দুই কৃষক। মঙ্গলবার বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর গ্রামের দক্ষিণ হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।  

বজ্রপাতে মৃত কৃষকরা হল, উপজেলার ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপাসপুর গ্রামের সতীশ দেবনাথের ছেলে প্রসু দেবনাথ (৪০)।

জানা যায়, সালাম ও প্রসু পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে ধানের জমিতে পাওয়ার টিলারের মাধ্যমে হালচাষ করছিলেন। এ সময় সেখানে বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া স্থানীয়রা আহত অবস্থায় সালামকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় বলেন, বজ্রপাতে দুজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে, মারা যাওয়া দুই কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।  

news24bd.tv/কেআই