ভারতের নির্বাচনে নারীদের জয়ী হওয়ার প্রবণতা কমেছে

ভারতে সদ্য সমাপ্ত ১৮তম লোকসভা নির্বাচনে ৭৪ জন নারী নির্বাচিত হয়েছেন, যা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নির্বাচিত হওয়া ৭৮ জন নারী এমপির তুলনায় কম। ২০২৪ সালের লোকসভায় নারীদের সংখ্যা ১৩ দশমিক ৬ শতাংশ, যা ১৭তম লোকসভায় ছিল ১৪ দশমিক ৩ শতাংশ। সব মিলিয়ে ৭৯৭ জন নারী এবারের নির্বাচনে লড়াই করেছেন, যা সাতটি ধাপে অনুষ্ঠিত হয়ে মঙ্গলবার (৪ জুন) ফলাফল প্রকাশের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

২০২৩ সালে গৃহীত নারী সংরক্ষণ বিল পাস হওয়ার পর এবারই ছিল প্রথম লোকসভা নির্বাচন। নতুন এই বিলে লোকসভা ও রাজ্যের আইন প্রণয়নকারী সংস্থার এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষণ করার বিধান রাখা হয়েছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে নারী এমপির সংখ্যা কমে যাওয়ার আগ পর্যন্ত ভারতের আইনসভায় নারীদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিলো। ১৯৯১ সালের লোকসভায় যেখানে নারীর সংখ্যা ছিলো ৪৯, সেখানে ২০১৯ সালের লোকসভায় নারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৮। মধ্যবর্তী প্রতিটি লোকসভা নির্বাচনে নারীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ৬৯ জন নারী প্রার্থীকে দাঁড় করিয়েছিলো, যার মধ্যে ৩০ জন বা ৪৩ দশমিক ৪ শতাংশ প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন। অপরদিকে, কংগ্রেসের দাঁড় করানো ৪১ জন নারী প্রার্থীর মধ্যে ১৩ জন বা ৩৪ শতাংশ নির্বাচনে জিতেছেন। নারী প্রার্থীর নির্বাচনে জয়ের ক্ষেত্রে ভালো ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস, তাদের দাঁড় করানো ১২ জন নারী প্রার্থীর মধ্যে ১১ জনই নির্বাচনে জিতেছেন।

এবারের নির্বাচনে জয়ী হওয়া কয়েকজন সুপরিচিত নারী হচ্ছেন বিজেপির কঙ্গনা রানাউত ও হেমা মালিনি, কংগ্রেসের কুমারী সেলজা এবং সমাজবাদী পার্টির ইকরা চৌধুরী।

এবারের নির্বাচনে জয়ী কংগ্রেসের সঞ্জনা জাতভ এবং সমাজবাদী পার্টির প্রিয়া সরোজ সবচেয়ে কম বয়সী লোকসভা সদস্য হিসেবে রেকর্ড গড়েছেন। উভয়েরই বয়স ২৫ বছর।

news24bd.tv/ab