যে একাদশ নিয়ে মহারণে নামতে পারে ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম এক আবহ। সেটি যদি আবার হয় বিশ্বকাপের মতো মঞ্চে, তবে তো কথাই নেই। সেই বিশ্বকাপের ম্যাচেই আজ রোববার (৯ জুন) লড়াইয়ে নামছে দল দুটি।  

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ শুরু হবে রাত রাত সাড়ে ৮টায়। এ ম্যাচে সম্ভাব্য সেরা দল নিয়েই মাঠে নামবে ভারত-পাকিস্তান।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। ৮ উইকেটের জয়ের দিন যে একাদশ নিয়ে ভারত মাঠে নেমেছিল, সেটি আজ থাকতে পারে অপরিবর্তিত।  

এদিকে, যুক্তরাষ্ট্রের মতো পুচকে দলের কাছে প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে পাকিস্তান। একাদশে তাই দলটি আনতে পারে পরিবর্তন। একাদশে ঢুকতে পারেন সাইম আইয়ুব এবং ইমাদ ওয়াসিম। বাদ পড়তে পারেন আজম খান এবং শাদাব খান।  

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার),  সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ।  

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাইম আইয়ুব, ফখর জামান, আজম খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, হারিস রউফ।

news24bd.tv/SHS​​​​​​