জম্মু-কাশ্মীরে বাসে জঙ্গি হামলা, নিহত ১০

ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি যখন টানা তৃতীয়বার শপথ গ্রহণ করছেন ঠিক সেই সময় জম্মু-কাশ্মীরে হিন্দু তীর্থ যাত্রীদের বাসে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুজন। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৯ জুন) জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার একটি মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থীদের একটি বাসে এ হামলা হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, পুণ্যার্থীদের নিয়ে রিয়াসি জেলার শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় হামলা হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

পুলিশ বলেছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

news24bd.tv/DHL