<p>বেআইনিভাবে ১৫৩ কোটি টাকা সুদ মওকুফ</p>

মূসকের সাবেক কমিশনার ওয়াহিদার বিরুদ্ধে দুদকের মামলা

চার মোবাইল ফোন অপারেটরকে বেআইনিভাবে প্রায় ১৫৩ কোটি টাকা সুদ মওকুফ করায় মূসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক শাহআলম শেখ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১১ সাল থেকে ২০১৯ সালের মধ্যে স্থান ও স্থাপনা ভাড়ার ওপর সঠিক সময়ে ভ্যাট পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর ওপর ভ্যাট আইন অনুযায়ী এই সুদ আরোপ করা হয়। এর মধ্যে গ্রামীণ ফোনের কাছে ৫৮ কোটি ৬৪ লাখ টাকা, বাংলালিংকের কাছে ৫৭ কোটি ৮৮ লাখ টাকা, রবির কাছে ১৪ কোটি ৯৪ লাখ টাকা ও এয়ারটেলের কাছে ২০ কোটি ৫৩ লাখ টাকা পাওনা ছিল। যা উদ্ভট যুক্তি তৈরি করে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একক সিদ্ধান্তে এই সুদ মওকুফ করেন সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী।

news24bd.tv/তৌহিদ