বেনজীরের অবৈধ ৭ পাসপোর্টের সন্ধান

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অবৈধ সাতটি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক।

আজ মঙ্গলবার (২৫ জুন) দুদকের জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা।

দুদকের ঊর্ধ্বতনসূত্রে জানা গেছে, বেনজীরের ৭টি পাসপোর্টের মধ্যে কয়েকটি পাসপোর্টের নম্বর হলো- E0017616, AA1073252, BC0111070, BM0828141 ও 800002095। এছাড়া, আরও দুইটি পাসপোর্ট রয়েছে।

এর আগে, দিনভর বেনজীরের পাসপোর্ট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে। বেনজীরের দুর্নীতির অনুসন্ধান সংক্রান্ত টিমের প্রধান শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল তাদেরকে সমন্বিতভাবে জিজ্ঞাসাবাদ করেছে।

দুদকের অভিযোগ থেকে জানা যায়, বেনজীর আহমেদ ক্ষমতার প্রভাব খাটিয়ে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে জালিয়াতির মাধ্যমে সাধারণ পাসপোর্ট তৈরির করেন। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মামুন, মুন্সী মুয়ীদ ইকরাম, সাইদুর রহমানসহ ৮ জনকে তলব করা হয় দুদক।

news24bd.tv/SHS